১ মিনিটে স্মার্ট কার্ড চেক করুন | NID Smart Card Status Check
নতুন এবং পুরাতন সকল ভোটার অনলাইনে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করে দেখতে পারেন স্মার্ট কার্ড হয়েছে কিনা। স্মার্ট কার্ড বিতরণ একটি চলমান প্রক্রিয়া তাই সমস্ত নতুন পুরাতন ভোটার স্মার্ট কার্ড পাবেন। মাত্র ১ মিনিট সময় দিয়ে স্মার্ট কার্ড চেক করে দেখুন আপনার স্মার্ট কার্ড বিতরণের জন্য প্রস্তুত কিনা।
নতুন ও পুরাতন সকল ভোটারের জন্য স্মার্ট এনআইডি কার্ড প্রযোজ্য। Smart Card তৈরি ও বিতরণের জন্য রেডি কিনা তা সহজেই অনলাইনে স্মার্ট কার্ড চেক করে জানা সম্ভব। SMS এর মাধ্যমেও স্মার্ট কার্ডের আপডেট জানতে পারেন।
স্মার্ট কার্ড চেক করার নিয়ম
অনলাইনে স্মার্ট কার্ড চেক করার জন্য ভিজিট করুন https://services.nidw.gov.bd/nid-pub/card-status এই সাইটে। তারপর স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করার ফর্মে আপনার আইডি কার্ডের নাম্বার এবং জন্ম তারিখ লিখে সাবমিট করুন। সাবমিট করার সাথে সাথে আপনি আপনার স্মার্ট কার্ডের তথ্য দেখতে পাবেন।

- ভিজিট করুন services.nidw.gov.bd/nid-pub/card-status
- আপনার NID নাম্বার এবং জন্ম তারিখ লিখুন
- সিকিউরিটি “Text” লিখে যাচাই করুন।
- সবশেষ সাবমিট বাটন চাপুন।
সাবমিট বাটনে ক্লিক করলে আপনার স্মার্ট আইডি কার্ড সম্পর্কে বিস্তারিত দেখতে পাবেন। কার্ডটি প্রস্তুত হলে নিচের ছবির মতো স্ট্যাটাস ‘Complete’ দেখাবে। তার সাথে স্মার্ট কার্ড বক্স আইডি এবং নির্বাচন অফিসের নাম লেখা থাকবে,

আইডি কার্ডের তথ্য দিয়ে সাবমিট করার পর যদি দেখতে পান “স্মার্ট কার্ডের কোন তথ্য পাওয়া যায়নি” তাহলে বুঝতে হবে আপনার স্মার্ট কার্ড এখনো তৈরি হয়নি। এক্ষেত্রে আপনার কিছুর করার নেই, স্মার্ট কার্ড পেতে হলে অপেক্ষা করতে হবে।

SMS এর মাধ্যমে NID Smart Card Status Check
SMS এর মাধ্যমে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করার জন্য মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করুন SC<স্পেস>NID<স্পেস>NID-Number তারপর এটি 105 নাম্বারে পাঠিয়ে দিন। ফিরতি ম্যাসেজে আপনার স্মার্ট কার্ডের তথ্য জানিয়ে দেওয়া হবে।

নতুন ভোটারগন চাইলে ভোটার ফরম নাম্বার ব্যবহার করে কার্ডের তথ্য চেক করতে পারবেন। এটি করার জন্য আপনার মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করুন SC<স্পেস>F<স্পেস>Form Number<স্পেস>D<স্পেস>DD-MM-YYYY এবং সেন্ড করুন 105 নাম্বারে।
অধিকাংশ ক্ষেত্রেই এসএমএসের মাধ্যমে স্মার্ট কার্ডের তথ্য পাওয়া যায় না, অর্থাৎ SMS পাঠালেও ফিরতি ম্যাসেজ আসেনা। তাই সব থেকে ভালো অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে স্মার্ট কার্ডের স্ট্যাটাস চেক । এটি দ্রুত এবং নির্ভুল তথ্য প্রদান করে এবং সর্বশেষ আপডেট জানতে পারবেন।
স্মার্ট কার্ড ডাউনলোড করা যায়?
স্মার্ট কার্ড প্লাস্টিকের তৈরি এবং সিমের মতো চিপসেট সংযোক্ত, তাই এটি অনলাইন থেকে ডাউনলোড করার কোন সুযোগ নেই। নির্বাচন কমিশন হতে বিতরন করলেই কেবল এটি পেতে পারবেন।
স্লিপ হারিয়ে গেলে স্মার্ট আইডি কার্ড পাবো?
ভোটার ফরম বা স্লিপ হারিয়ে গেলেও স্মার্ট আইডি কার্ড পাবেন। যখন আপনার এলাকায় স্মার্ট কার্ড বিতরণ হবে তখন সেখানে উপস্থিত থেকে স্মার্ট কার্ড সংগ্রহ করতে পারবেন।
আইডি কার্ড ডাউনলোড | আইডি কার্ড ডাউনলোড |